ছন্দে ছন্দে Preposition শিখুন
নগর, শহর, দেশ, এদের আগে in বসিয়ে করবে বেশ।
সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে in বসানো হয় আজ অব্দি। - প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে at বসিয়ে করবে বাজিমাত।
সময়ের আগে at বসে, দিনের আগে on, দিনের অংশ ভাগে in না বসালে, করবে তবে Wrong।
Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে, এইভাবে preposition শিখবে আনন্দ আর ফুর্তিতে।
Person-এ by, পাশে বুঝাতেও by, (যানবাহনের আগে) কিন্তু in a car, দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে ছারখার।
ছোট হলে at, বড় হলে in, কখন হয়? এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।
বাহির থেকে ভিতরে into ব্যবহার করো, ভিতর থেকে বাহিরে হয় out of, Preposition না বুঝলে মুড থাকবে off।
লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে হয় above, Since, for বুঝ না, কেন নাও ভাব?
শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for, গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয় under
Preposition আসলেই খুব মজার। মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Preposition শিখতে পেরে, আমি আছি খুব ভালো।
On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto, সাথে বুঝাতে with হয়, দিক বুঝাতে to.
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় through (বাধা থাকলে)। এ পাশ থেকে ওপাশে যেতে হয় across, (বাধা না থাকলে)। - Preposition শিখলে নেই কোনো Loss এর বুঝাতে of হয় Boss.
0 Comments
Thanks For Comment Us,we try to be as responsive as soon as possible