__রচনাঃ গরমের দিনে লুঙ্গী__
লুঙ্গী একটি বিপজ্জনক বাঙালী পোশাক,
যদিও এটার ভেন্টিলেশন সিস্টেম অত্যন্ত চমৎকার,
সুন্দর বায়ু প্রবাহ ভিতরের পরিবেশকে সবসময় ঠান্ডা রাখে, আবার মাঝে মাঝে অতিরিক্ত বায়ু প্রবাহ ভিতরের সবকিছু দেখিয়ে দিতে পারে, তা হয়তো একটা রোমাঞ্চকর ব্যাপার,
কপাল এবং লুঙ্গীর মধ্যে মিল ও অমিল দুটোই আছে !!! …
# মিল_ দুটোই যে কোন সময় খুলে যেতে পারে, …
# অমিল_ একটা খুললে পৌষমাস, অন্যটা খুললে সর্বনাশ,তবে এর বাধন বা গিট্টু অত্যন্ত শৈল্পিক একটা ব্যাপার,
অনেকেই মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে লুঙ্গী বাবাজির খোজ পাননা,
তাই সাবধান!!!! ভালো করে গিট্টু দিন, মনে রাখবেন ____ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।।



0 Comments
Thanks For Comment Us,we try to be as responsive as soon as possible