না দেখলে 100% মিস করবেন.. Collected By SN Shawon

jana-ajana.jpg

প্রিয়,বন্ধুরা Nilavi.Mywapblog.Com সাইটে আপনাদের সবাইকে স্বাগতম।

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন NIlAVI এর পক্ষ থেকে এই কামনা রইলো।

✲পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় । বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার ।

❐তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো ।

✲তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র !!

❐বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই ।

✲জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী । পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ ।

✲ বন্ধুত্ব একটি ছাতার ন্যায় । বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন হয় ।

❐ভূল করা দোষের কথা নয় বরং ভূলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয় ।

✲ মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে । নিজের পছন্দ মাফিক আচরণ কর না ।

❐আহমকের সাথে তর্ক কর না । কারণ , মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে।

এখন যাচ্ছি, তবে যাচ্ছি না । আবার আসবো ভালো এক টিউন নিয়ে,ভালো থাকবেন ও আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকবেন

★★★ফেইসবুক এ আমি★★★

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Nilavi.Mywapblog.Com এর সাথেই থাকুন।

Post a Comment

0 Comments