ভালবাসার মানুষটি এমনই হয়। by Sn Shawon

sn.jpg

প্রিয়,বন্ধুরা Nilavi.Mywapblog.Com সাইটে আপনাদের সবাইকে স্বাগতম।

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন NIlAVI এর পক্ষ থেকে এই কামনা রইলো।

✲প্রতিটা মানুষের জীবনে এমন একজন মানুষ দরকার যে তাকে শাসন করবে। সকাল গড়ায়ে দুপুর পর্যন্ত না খেলে জোর করে খেতে পাঠাবে । সামনে থাকলে মুখে তুলে খাইয়ে দেবে। দুষ্টমি বেশি করলে কপট চোখ দেখাবে।

❐অসুস্থ হলে ঔষধ না খেলে বলবে ফোন অফ রাখবো কথা বলবনা কিন্তু । রাতে সময়মত না ঘুমালে অভিমানে মুখ ভার করে থাকবে। যদি বলি ঘুম আসছেনা, তখন বলবে চোখ বন্ধ করো আমি ঘুমকে পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে।

✲ব্যস্ত রাস্তা পার হওয়ার সময় সাথে থাকলে হাতটা শক্ত করে ধরে একসাথে রাস্তা পার হবে। সবসময় নিজের মত করে আপন মনে কথা বলতেই থাকবে। আপনার কথাগুলো মন দিয়ে শুনবে।

❐এক্সামের আগে কড়া ধমক দিয়ে পড়তে বসাবে।। বলবে ফেসবুকে যাওয়া নিষেধ।। গেলে কিন্তু আমি তোমাকে ব্লক দিয়ে দিব।।

✲মনের মানুষটি যখন আপনাকে এভাবে মিষ্টি সুরে শাসন করবে, এটা ওটা করতে বলবে, তখন আপনি তা না করে থাকতে পারবেন না।

✲.........................................................................

ভালবাসার মানুষটি এমনই হয়।

..........................................................................

এখন যাচ্ছি, তবে যাচ্ছি না । আবার আসবো ভালো এক টিউন নিয়ে,ভালো থাকবেন ও আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকবেন

★★★ফেইসবুক এ আমি★★★

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Nilavi.Mywapblog.Com এর সাথেই থাকুন।

Post a Comment

0 Comments