নিজের Wife কে ভালবাসুন... না দেখলে 100% মিস করবেন.. Collected By SN Shawon

ol.jpg

প্রিয়,বন্ধুরা Nilavi.Mywapblog.Com সাইটে আপনাদের সবাইকে স্বাগতম।

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন NIlAVI এর পক্ষ থেকে এই কামনা রইলো।

✲যে মেয়েটা গরম তেলে হাতে পায়ে ফোস্কা ফেলে টেবিল ভরে খাবার সাজিয়ে রাখে l সে মেয়েটাকে এক গাল ভাত খাইয়ে দেওয়াটা কি খুব বাড়াবাড়ি ?

❐যে মেয়েটা এটো বাসন থালাবাটি গুছিয়ে দিন শেষে আপনার জন্য অপেক্ষা করে l তার জন্য এক বাটি আইসক্রিম অথবা মুঠো ভরে কিছু চকলেট নিয়ে আসাটা কি খুব বাড়াবাড়ি ?

✲যে মেয়েটা আপনার আশায় ঘরের সেবায় সংসার সাজিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় l কোনো এক অজানা কারণে অভিমানে যদি ওপাশ ফিরে ঘুমায় -তার পিঠের আচল সরিয়ে ছোট্ট একটা চুমু খাওয়াটা কি খুববাড়াবাড়ি ?

❐শুধু স্বপ্ন দিয়ে জীবন চলেনা আবার স্বপ্ন ছাড়াও জীবন চলেনা l ভিডিও গেমসের মত দ্বিতীয় লাইফ নিয়ে কেউ পৃথিবীতে আসেনা. জীবন একটাই সে ! জীবন ঢেলে সাজাতে হয়...... " ভালবাসুন স্ত্রীকে.........

✲স্ত্রী কে ভালবাসুন -যখন সে আপনার চায়ে ছোট একটি চুমুক দেয়। কারণ, সে নিশ্চিত হতে চায় চা টি আপনার পছন্দ মত হয়েছে কিনা।

✲স্ত্রী কে ভালবাসুন -যখন সে আপনাকে নামাজ পড়তে জোর করে। কারণ সে আপনারই সাথে জান্নাতে যেতে চায়।

❐স্ত্রী কে ভালবাসুন -যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়। কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক।

✲" স্ত্রী কে ভালবাসুন -যখন তাকে সুন্দর দেখায়। কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন।

❐স্ত্রী কে ভালবাসুন -যখন সে আপানাকে নিয়ে ঈর্ষান্বিত হয়। কারণ, সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেঁছে নিয়েছে

এখন যাচ্ছি, তবে যাচ্ছি না । আবার আসবো ভালো এক টিউন নিয়ে,ভালো থাকবেন ও আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকবেন

♥ ফেইসবুক এ আমি ♥ ♫

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Nilavi.Mywapblog.Com এর সাথেই থাকুন।

Post a Comment

0 Comments