প্রিয়,বন্ধুরা Nilavi.Mywapblog.Com সাইটে আপনাদের সবাইকে স্বাগতম।
আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন NIlAVI এর পক্ষ থেকে এই কামনা রইলো।
✲যে মেয়েটা গরম তেলে হাতে পায়ে ফোস্কা ফেলে টেবিল ভরে খাবার সাজিয়ে রাখে l সে মেয়েটাকে এক গাল ভাত খাইয়ে দেওয়াটা কি খুব বাড়াবাড়ি ?
❐যে মেয়েটা এটো বাসন থালাবাটি গুছিয়ে দিন শেষে আপনার জন্য অপেক্ষা করে l তার জন্য এক বাটি আইসক্রিম অথবা মুঠো ভরে কিছু চকলেট নিয়ে আসাটা কি খুব বাড়াবাড়ি ?
✲যে মেয়েটা আপনার আশায় ঘরের সেবায় সংসার সাজিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় l কোনো এক অজানা কারণে অভিমানে যদি ওপাশ ফিরে ঘুমায় -তার পিঠের আচল সরিয়ে ছোট্ট একটা চুমু খাওয়াটা কি খুববাড়াবাড়ি ?
❐শুধু স্বপ্ন দিয়ে জীবন চলেনা আবার স্বপ্ন ছাড়াও জীবন চলেনা l ভিডিও গেমসের মত দ্বিতীয় লাইফ নিয়ে কেউ পৃথিবীতে আসেনা. জীবন একটাই সে ! জীবন ঢেলে সাজাতে হয়...... " ভালবাসুন স্ত্রীকে.........
✲স্ত্রী কে ভালবাসুন -যখন সে আপনার চায়ে ছোট একটি চুমুক দেয়। কারণ, সে নিশ্চিত হতে চায় চা টি আপনার পছন্দ মত হয়েছে কিনা।
✲স্ত্রী কে ভালবাসুন -যখন সে আপনাকে নামাজ পড়তে জোর করে। কারণ সে আপনারই সাথে জান্নাতে যেতে চায়।
❐স্ত্রী কে ভালবাসুন -যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়। কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক।
✲" স্ত্রী কে ভালবাসুন -যখন তাকে সুন্দর দেখায়। কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন।
❐স্ত্রী কে ভালবাসুন -যখন সে আপানাকে নিয়ে ঈর্ষান্বিত হয়। কারণ, সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেঁছে নিয়েছে
এখন যাচ্ছি, তবে যাচ্ছি না । আবার আসবো ভালো এক টিউন নিয়ে,ভালো থাকবেন ও আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকবেন
♥ ফেইসবুক এ আমি ♥ ♫সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Nilavi.Mywapblog.Com এর সাথেই থাকুন।



0 Comments
Thanks For Comment Us,we try to be as responsive as soon as possible