জেনে নিন SMS এর মাধ্যমে সিম রি- রেজিস্ট্রেশন করবেন যেভাবে By শাওন

regs.jpg

প্রিয়,বন্ধুরা Nilavi.Mywapblog.Com সাইটে আপনাদের সবাইকে স্বাগতম।

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন NIlAVI এর পক্ষ থেকে এই কামনা রইলো।

✲✲✲সিমের তথ্য হালনাগাদ✲✲✲

✲✲✲✲✲✲✲✲✲

নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আর এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। দেশের সব মোবাইল ফোন অপারেটর সিম পুনরায় রেজিস্ট্রেশন করার অপশন চালু করে। এখন থেকে আপনার মূল্যবান সিম কার্ডটি রেজিস্ট্রেশন করতে কাস্টমার কেয়ার অফিসে যাওয়া লাগবে না। চাইলে ঘরে বসেই আপনার মূল্যবান সিম কার্ডটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এ জন্য আপনাকে রি- রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের অধীনে একটি এসএমএস পাঠাতে হবে (এসএমএস-এর কোন ফি কাটবে না)।

allsimfreenet.jpg

জেনে নিন এসএমএস এর মাধ্যমে যেভাবে নিবন্ধন করবেন আপনার সিম :

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরাঃ NID নাম্বার , জন্ম তারিখ , নাম লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।

যেমন - xxxxxxxxxxxxx, 09/10/988, Jubayer লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।

❐সিটিসেল গ্রাহকরাঃ U<>NID নাম্বার , জন্ম তারিখ , নাম লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।

যেমন - U<> xxxxxxxxxxxxx, 09/10/988 Shawon লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বার

❐ফিরতি এসএমএসে আপনার প্রাপ্তি নিশ্চিত করে জানানো হবে আপনার তথ্যটি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা।

এখন যাচ্ছি, তবে যাচ্ছি না । আবার আসবো ভালো এক টিউন নিয়ে,ভালো থাকবেন ও আরো নতুন নতুন টিপস পেতে সাথেই থাকবেন

★★★ফেইসবুক এ আমি★★★

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Nilavi.Mywapblog.Com এর সাথেই থাকুন।

Post a Comment

0 Comments