এটা আমার ব্যক্তিগত ধারণা,সেটা আর সবার সাথে না ও মিলতে পারে Write By Shawon

sn.jpg

প্রিয়,বন্ধুরা Nilavi.Mywapblog.Com সাইটে আপনাদের সবাইকে স্বাগতম।

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন NIlAVI এর পক্ষ থেকে এই কামনা রইলো।

মাঝে মাঝে সেলফিস হতে ইচ্ছে করে অনেক।। বন্ধু বান্ধবের কাছে, আশে পাশে সবার কাছেই।। মাঝে মাঝে অন্যায় করতে ইচ্ছে করে খুব...

সেই অন্যায় করাটাকেই সঠিক ভাবতে ইচ্ছে করে... ... সেটাই কি ভালো নয়??

সেটাই কি ভালো নয় সেলফিস না হয়ে ও কারো কাছ থেকে সেলফিস শুনার চেয়ে? অন্যায় না করে শাস্তি পাওয়াটা কি, অন্যায় না করে শাস্তি পাওয়ার চেয়ে ভালো নয়?

একটা মানুষ, খুন করে ও অনেক সময় হাসি মুখে নিজের গলায় ফাসি মেনে নিতে পারে... মনে মনে শেষ শান্তনা পায় ...

অন্যায় করেই তো শাস্তি পেয়েছি... শুধু শুধু তো আর পাইনি.. .

কিন্তু, একটা মানুষ কখনোই বিনা দোষে সামান্য গালি টুকু সহ্য করতে পারে না... আর কেনই বা করবে?? সেতো কিছুই করেনি... তাহলে শাস্তি কেনো পাবে??

এই কষ্ট প্রতিনিয়তই মানুষকে কষ্ট দিয়ে বেড়ায়... এইটাই তো মানব স্বভাব...

কষ্ট যখন পেতেই হবে... কথা যখন শুনতেই হবে... তাহলে সেটাই ভালো... বিনা কারণে না পেয়ে...

কষ্ট পাবার মত কিছু করে তারপর কষ্ট পাওয়া... শাস্তি পাওয়ার মত কিছু না করে শাস্তি পাবার চেয়ে .

শাস্তি পাবার মত কিছু করে তারপর শাস্তি পাওয়া........ .

{{ বিঃদ্রঃ এটা আমার ব্যক্তিগত ধারণা... সেটা আর সবার সাথে না ও মিলতে পারে......}

★★★ফেইসবুক এ আমি★★★

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Nilavi.Mywapblog.Com এর সাথেই থাকুন।

Post a Comment

0 Comments