বাংলাদেশে প্রথমবারের মতো জিপি নিয়ে এলো ইমারজেন্সী ইন্টারনেট ব্যালেন্স।আপনার মূল ব্যালেন্স যদি ১ টাকার কম হয় এবং ইন্টারনেট ব্যালেন্স যদি জিরো হয় তাহলেই আপনি এটি নিতে পারবেন। চলুন বিস্তারিত দেখে নিইঃ যেকোনো সময় ইমারজেন্সী ইন্টারনেট ব্যালেন্স নিতে ডায়াল করুন
*১০১০*২#
ইমারজেন্সী ইন্টারনেট ব্যালেন্স হিসাবে পাবেন ১০ মেগাবাইট যার মেয়াদ ২ দিন এবং মূল্য ৫.৯২ টাকা যা পরবর্তি রিচার্জে কেটে রাখা হবে। আপনি যদি ১০১০১# ডায়াল করে কথা বলার জন্য ইমারজেন্সী ব্যালেন্স নিয়ে থাকেন এবং ইমারজেন্সী ইন্টারনেট ব্যালেন্সও নিয়ে থাকেন তাহলে পরবর্তি রিচার্জে প্রথমে টকটাইম ইমারজেন্সী ব্যালেন্স এবং তারপর ইমারজেন্সী ইন্টারনেট ব্যালেন্সের টাকা পরিশোধ করা হবে।এরপর যে টাকা বাকী থাকবে তা আপনি মূল অ্যাকাউন্ট ব্যালেন্স হিসাবে পাবেন। ইমারজেন্সী ইন্টারনেট ব্যালেন্স চেক করতে
**৫৬৬*২৮##
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময়
সাথেই থাকুন।



0 Comments
Thanks For Comment Us,we try to be as responsive as soon as possible