Gp MB Meyad Baran ১ মাস 2016 By shawon

এবার জিপিতে এম্বির মেয়াদ বাড়ান ১ দিন থেকে শুরু করে ৩০ দিন পর্যন্ত।

কিভাবে মেয়াদ বাড়াবেন

প্রথমে ডায়াল করুন

50008*1#

তারপর আপনি কিছু প্যাক দেখতে পাবেন নিচের মত

mey.jpg

এখান থেকে আপনার পছন্দের প্যাক নিন। যে প্যাক নিবেন সেই প্যাক অনুযায়ী মেয়াদ বাড়বে।

এবার প্যাক সিলেক্ট করে আপনাকে প্রশ্ন করা হবে আপনি অটো রিনিয়াল সহ নিবেন নাকি অটো রিনিয়াল ছাড়া। সেটা সিলেক্ট করলে আপনার প্যাক কেনা হয়ে যাবে।

প্যাক কেনার পড় কনফার্মেশন মেসেজ আসলে ব্যালেন্স চেক করুন

*566*10# ডায়াল করে।

দেখবেন আপনার কাংখিত মেয়াদ বেড়ে গেছে।

গ্রাহকের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১টাকা করে চার্জ প্রযোজ্য হবে

ShawonBD

♥ ফেইসবুক এ আমি ♥

সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময়

সাথেই থাকুন।

Post a Comment

0 Comments