b.pngআশাকরি সবাই ভালো আছেন। এ পর্বে আপনাদের জন্য রয়েছে, কিভাবে আপনার COMPUTER এর DESKTOP এর উপরের icon গুলো থেকে shortcut চিহ্ন দুর করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার COMPUTER এর DESKTOP থেকে start বাটনে ক্লিক করে run এ যান এবং regedit লিখে এন্টার চাপুন। এবার আপনি HEKY_CLASSES_ ROOT তে ক্লিক করুন। এরপর আপনি ctl+f চাপুন। তাহলে একটি সার্চ বক্স আসবে। এখানে যে বক্সটি এসেছে সেখানে IsShortcut লিখুন এবং এন্টার চাপুন। IsShortcut নামে যে ফাইলটি দেখা যাচ্ছে তা ডিলিট করে দিন। এভাবে আপনি বার বার সার্চ করুন এবং ডিলিট করতে থাকুন। যতক্ষন এই ফাইলটি পাওয়া যাবে ততক্ষন ডিলিট করুন। যখন এই ফাইলটি আর পাওয়া যাবেনা তখন আপনি COMPUTER কে একবার Restart করুন। কাজ শেষ। আশা করি আপনারা কাজটি সফল ভাবে বুঝতে পেরেছেন।
0 Comments
Thanks For Comment Us,we try to be as responsive as soon as possible