আজ আমার দোকানে এক কাস্টমার আসল , তার প্রবলেম হল মেমোরী কার্ডে কোন কিছু ডিলেট এবং কি কিছু লোড নিচ্ছে না, অনেক দোকানদার কে দেখাল, কেউ পারলো না, অবশেষে অন্য লোকের মারফতে আমার কাছে আসল, তার আশা আছে আমি পারব। প্রথমে আমি ও ফরম্যাট গিয়ে দেখি write protected করা মেমোরী টি । আমি ও নেমে পড়লাম সমস্যা সমাধানে পেয়ে গেলাম অবশেষে সমাধান প্রথমে My Computer এ রাইট বাটন ক্লিক করে Manage এ ক্লিক করুন।
এবার, Disk Management ক্লিক করুন। তাহলে মেমোরী কার্ড/পেনড্রাইভ শো করবে মাউসের রাইট বাটন ক্লিক করে Format এ ক্লিক করে নিচের মত ফরম্যাট দিয়ে দিন।
এবার দেখুন কত সুন্দর ভাবে মেমোরী কার্ড/পেনড্রাইভ ফরম্যাট হয়ে গেল।
নিয়মটি জেনে রাখুন হয়ত তো কোন এক সময় সমস্যায় পড়লে কাজে আসবে। এখন আপনি মেমোরিতে লোড এবং ডিলেট করতে পারব
ধন্যবাদ
0 Comments
Thanks For Comment Us,we try to be as responsive as soon as possible