প্রিয়,বন্ধুরা Nilavi.Mywapblog.Com সাইটে আপনাদের সবাইকে স্বাগতম।
আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন
NIlAVI এর পক্ষ থেকে এই কামনা রইলো।
আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে কতটি সিম নিবন্ধন হয়েছে তা জানা যাবে আগামী ৭ জুলাই থেকে। তবে তার আগে আপনি এ তথ্য জেনে নিতে পারেন মুহূর্তেই। এখন কোন গ্রাহকের আইডিতে অপরিচিত কোন সিম নিবন্ধিত হলে গ্রাহক চাইলে সেটা উত্তোলন বা বন্ধ করে দিতে পারবেন।
আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে কতটি সিম নিবন্ধন হয়েছে তা জানা যাবে আগামী ৭ জুলাই থেকে। তবে তার আগে আপনি এ তথ্য জেনে নিতে পারেন মুহূর্তেই। প্রাথমিক অবস্থায় দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক এবং তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এ সেবা চালু করেছে। তবে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনও কোন ঘোষণা দেওয়া হয়নি।
বাংলালিংক গ্রাহকরা তাদের মোবাইলে
*1600*2#
ডায়াল করলে ফিরতি একটি এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন কোন কোন সিম একটি এনআইডির তত্ত্বাবধায়নে নিবন্ধিত হয়েছে।
অন্যদিকে রবির গ্রাহকরা
*1600*3#
ডায়াল করলে মোবাইল স্ক্রিনেই দেখিয়ে দেবে এক আইডিতে কোন কোন সিম নিবন্ধিত হয়েছে। আপাতত এই দুটি অপারেটর সেবাটি চালু করলেও শিগগির অন্যান্য অপারেটররাও এ সেবাটি চালু করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় নিবন্ধিত সিম বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এছাড়া এক জনের সিম অন্য আরেকজনের নামে নিবন্ধনের খবরও পাওয়া যাচ্ছে। নিবন্ধিত সিম জালিয়াতি করে অর্থ আত্মসাতের ঘটনাও জানা গেছে। তবে অপারেটরগুলো তাদের গ্রাহকদের এক এনআইডিতে কতগুলো এবং কোন কোন সিম নিবন্ধিত হয়েছে সে খবর জানিয়ে দিলে এ ধরণের সমস্যা আর হবে না বলে মনে করা হচ্ছে। একই সাথে কোন গ্রাহকের আইডিতে অপরিচিত কোন সিম নিবন্ধিত হলে গ্রাহক চাইলে সেটা উত্তোলন বা বন্ধ করে দিতে পারবেন।
Enjoy
বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন অথবা Facebook এ Message দিবেন
তবে তখন খারাপ লাগে,যখন পোস্ট থেকে উপক্রত হবার পরও একটা কমেন্ট করেন না,আপনার কমেন্ট টা আমাকে কোনো টাকা দিবে না,তবে কমেন্ট করলে সামনের দিকে এগিয়ে যাবার আশ্বাস টুকু পাই.ধন্যবাদ পাশে থাকুন
কাজ শেষ !! এখন যাচ্ছি, তবে যাচ্ছি না । আবার আসবো ভালো এক টিউন নিয়ে,ভালো থাকবেন ও আরো নতুন নতুন টিপস পেতে
Nilavi.Mywapblog.Comএর সাথেই থাকবেন
♥ ফেইসবুক এ আমি ♥সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময়
Nilavi.Mywapblog.Com
এর সাথেই থাকুন।
2 Comments
Piz Don't use color code in text.
ReplyDeleteken vai @Rasel,
ReplyDeleteThanks For Comment Us,we try to be as responsive as soon as possible