
আমার সাইটে আপনাদের সবাইকে স্বাগতম।
আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন শাওন এর পক্ষ থেকে এই কামনা রইলো।
মেয়েরা হয়তো ভাবে ছেলেরা কতো সুখে ই না জীবন কাটায়! কোনো বিধি-নিষেধ নাই, স্বাধীনভাবে যে যার মতো চলা-ফেরা করে, ঘুরা-ঘুরি করে, আড্ডা দেয়!
তবে আপু শুনে রাখুন, আমি বলবো এটা আপনার চরম ভুল ধারনা!!ছেলে হয়ে জন্মানো মানে একটা সংগ্রামী জীবনের সূচনা মাত্র........
একটা ছেলে যখন মেট্রিক/ইন্টার পরীক্ষায় ফেল করে তখন তাকে পড়ালেখা বাদ দিয়ে সংসারের হাল ধরতে হয়, বেছে নিতে হয় টাকা রোজগারের পথ! আর একটা মেয়ে? পরীক্ষায় ফেল করলেই তাকে বিয়ে দিয়ে দেয়া হয়! মেয়ের গায়ের রং একটু ফর্সা হলেই হলো...... তার জন্য অপেক্ষা করছে ডাক্তার,ইঞ্জিনিয়ার,ব্যাংকার আরো কতো মানুষ! আর ছেলে যখন বেকার থাকে তখন তো কথা ই নাই। প্রতিটি ক্ষেত্রে প্রতি নিয়ত তাকে লাঞ্চিত হতে হয়। সংসারে তার কথার কোনো মূল্য ই থাকে না। দুনিয়ার বাবা-মায়ের চেয়ে আপন আর কে আছে? তাদের মুখে ও উঠতে বসতে খোটা শুনতে হয়!টাকা থাকলেই একটা ছেলেকে ছেলে হিসেবে গন্য করা হয়, অন্যথায় সে হিজড়ার চেয়েও অধম! টাকা আছে তো গার্লফ্রেন্ড আছে,টাকা নাই তো গার্লফ্রেন্ড ও নাই....গার্লফ্রেন্ডের জন্মদিনের তারিখ ঘনিয়ে আসছে। এদিকে সে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ বহন করে, সংসার চালিয়ে নিজের তিন বেলার আহার ই জোটাতে পারে না, বার্থডে গিফট দিবে কিভাবে? তাই সে দুঃখে মোবাইলটা অফ করে রাখে, যেন প্রেমিকার ফোন ধরতে নাহয়! বিয়ের ক্ষেত্রে ছেলেদের সৌন্দর্য, চরিত্র বা গুন কে প্রাধান্য দেয়া হয় না, প্রাধান্য দেয়া হয় তাদের টাকা-পয়সা। এই জগৎ ছেলেদের মানুষ মনে করে না। মনে করে টাকার মেশিন! ছেলেটা যদি টাকা ইনকাম করে বৌয়ের জন্মদিনে 'ডায়মন্ড ওর্য়াল্ড' এর হিরের নেকলেস উপহার দেয় তাহলে বৌয়ের মুখ দিয়ে আদুরে 'জান কত্তো ভালো' এই কথাটা বের হবে। আর ছেলেটির যদি কোনো উপার্জন না থাকে তাহলে সেই বৌয়ের মুখ দিয়ে ই 'হতচ্ছাড়া' শব্দটি বের হবে। জগৎ এ বৌয়ের চেয়ে অমায়িক ভালোবাসা আর কি হতে পারে? টাকা না থাকলে সেই ভালোবাসার ও দাম নাই......
জীবনে একটা ছেলে শুধু দিয়ে ই যায়। বিনিময়ে কিছু চায় ও না....
ছেলেরা শুধু নিঃস্বর্থভাবে ভালোবেসে যায়, কিন্তু বিনিময়ে ভালোবাসা পায় না... একটা ছেলে কতোটুকু ভালোবাসার যোগ্য তার মান দন্ড হলো টাকা টাকা এবং শুধু টাকা!!!আপনারা আমার কথার সাথে একমত দ্বিমত থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন আমি রিপ্লাই দিতে চেষ্টা করবো!এখন যাচ্ছি, তবে যাচ্ছি না । আবার আসবো ভালো এক টিউন নিয়ে,ভালো থাকবেন
ফেইসবুকে এ আমি
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় সাথেই থাকুন।
0 Comments
Thanks For Comment Us,we try to be as responsive as soon as possible